/anm-bengali/media/media_files/3RLJ68wqNg2siSEi6TKJ.jpg)
নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সিন্ধু প্রদেশ নিয়ে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্তব্য করেছেন, যা সীমান্তের পুনর্নির্ধারণ নিয়ে ফের একবার জল্পনা বাড়িয়ে তুলেছে। তিনি বলেছেন, ভৌগোলিকভাবে সিন্ধু আজ ভারতের অংশ না হলেও, সভ্যতা ও সংস্কৃতির দিক থেকে তা চিরকাল ভারতেরই অংশ থাকবে এবং ভবিষ্যতেও তা ভারতে ফিরে আসতে পারে।
তিনি বলেন,''আজ সিন্ধুর ভূমি হয়তো ভারতের অংশ নয়, কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু সবসময়ই ভারতের অংশ থাকবে। আর যখন ভূমির প্রশ্ন আসে, তখন সীমান্ত বদলাতে পারে। কে জানে, কাল সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/30/modi-and-rajnath-singh-2025-08-30-11-48-57.jpg)
এরপর তিনি বলেন,''আডবাণী তাঁর একটি বইয়ে লিখেছিলেন যে সিন্ধি হিন্দুরা, বিশেষত তাঁর প্রজন্মের মানুষ, এখনও সিন্ধুকে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়াকে মেনে নিতে পারেননি। শুধু সিন্ধুর হিন্দুরাই নয়, ভারতের হিন্দুরা সিন্ধু নদকে পবিত্র বলে মনে করেন। সিন্ধুর বহু মুসলমানও সিন্ধু নদের জলকে মক্কা শরীফের আবে-জমজম-এর চেয়ে কম পবিত্র মনে করেন না।''
#WATCH | Delhi: Defence Minister Rajnath Singh says, "...Today, the land of Sindh may not be a part of India, but civilisationally, Sindh will always be a part of India. And as far as land is concerned, borders can change. Who knows, tomorrow Sindh may return to India again..."… pic.twitter.com/9Wp1zorTMt
— ANI (@ANI) November 23, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us