/anm-bengali/media/media_files/8lxoCK9blIfoLPC5xeOz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরে নতুন সংসদ ভবনের (New Parliament House) পথচলা শুরু হল। বহু রাজনৈতিক দল, একাধিক নেতা মন্ত্রী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা হাজির ছিলেন এই অনুষ্ঠানে। কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানে দেখা মিলল না মোদী ক্যাবিনেটের মন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তিনি হাজির থাকলেন না কেন। যদিও উপস্থিত না থাকার কারণটা নিজেই জানালেন রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি আজই নাইজেরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ তিনি টুইটারে জানান, ‘নয়াদিল্লি ত্যাগ করলাম। নাইজেরিয়ায় তিন দিনের জন্য যাচ্ছি। আমি নাইজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেব। ভারত-নাইজেরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।‘
Leaving New Delhi for Abuja on a three day visit to Nigeria. Shall attend the swearing-in ceremony of Nigeria’s President-elect, Mr Bola Ahmed Tinubu. Looking forward to further strengthen India-Nigeria bilateral relations.
— Rajnath Singh (@rajnathsingh) May 28, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us