ভারত-রাশিয়া সম্পর্কের একটি বড় প্রমাণ মিগ ২১ ! বড় মন্তব্য করলেন রাজনাথ সিং

কি মন্তব্য করলেন রাজনাথ সিং ?

author-image
Debjit Biswas
New Update
rajnath1

নিজস্ব সংবাদদাতা : ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে মিগ ২১ বিমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৬০-এর দশক থেকে এই বিমানটি ভারতীয় বিমান বাহিনীর প্রধান যুদ্ধবিমানগুলির মধ্যে অন্যতম। কিন্তু এবার চিরকালের মতো অবসর নিতে চলেছে এই মিগ ২১ বিমান। আর এই সমস্ত কিছুর মাঝেই এবার মিগ ২১ বিমানকে কেন্দ্র করে একটি বড় মন্তব্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন,''মিগ ২১ (MiG 21) নিছক একটি বিমান নয়, এটি ভারত-রাশিয়া সুসম্পর্কের একটি বড় প্রমান।"

Rajnath

অর্থাৎ নিজের এই বক্তব্যের মাধ্যমেই রাজনাথ সিং স্পষ্ট করে দিলেন যে ভারত ও রাশিয়ার মধ্যেকার সামরিক সম্পর্ক কতটা গভীর। আর এই সম্পর্কে কখনোই কোনও ছেদ পড়বে না।