New Update
/anm-bengali/media/media_files/XBRS8vhgu6kue4vZ7zJJ.jpg)
নিজস্ব সংবাদদাতা: গুজরাটের ভূজ বিমানঘাঁটিতে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে তিনি ভারতীয় বায়ু সেনার জওয়ানদের সঙ্গে কথা বলেন। বায়ু সেনার জওয়ানদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "আপনি সমগ্র জাতিকে বিশ্বাস করিয়েছেন যে নতুন ভারত আর সহ্য করে না বরং পাল্টা জবাব দেয়। আপনারা দেশের জন্য যা করেছেন, তা মুখে বলা সম্ভব নয়। সমগ্র দেশ, সমগ্র জাতির পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।"
/anm-bengali/media/media_files/AQ4NWnwCFlUaZxwDgXT1.jpg)
#WATCH | Gujarat: At Bhuj Air Force Station, Defence Minister Rajnath Singh says, "You have made the entire nation believe that 'Naya Bharat ab sahan nahi karta, balki wah palat kar jawab deta hai'. I can say all I want but my words would fail to assess your actions. On behalf of… pic.twitter.com/uT1dsCvBCf
— ANI (@ANI) May 16, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us