/anm-bengali/media/media_files/2025/07/28/screenshot-2025-07-28-220-pm-2025-07-28-14-41-32.png)
নিজস্ব সংবাদদাতা: লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনায় বিরোধীদের প্রশ্নে ক্ষোভ প্রকাশ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, “বিরোধীদের কিছু সদস্য জিজ্ঞেস করছেন আমাদের কতটি বিমান গুলি করে নামানো হয়েছে। আমি মনে করি, এই প্রশ্ন জাতীয় অনুভূতির প্রতিফলন নয়।” প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “তাঁরা আমাদের জিজ্ঞেস করেননি, আমাদের সশস্ত্র বাহিনী কতগুলি শত্রু বিমান ধ্বংস করেছে। যদি প্রশ্ন করতেই হয়, তাহলে করা উচিত—ভারত কি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে? উত্তর হলো, হ্যাঁ।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/28/screenshot-2025-07-28-2354-pm-2025-07-28-14-37-14.png)
তিনি আরও বলেন, “আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত—এই অভিযানে আমাদের কোনও সাহসী সেনা সদস্য কি আহত বা শহিদ হয়েছেন? তার উত্তরও একদম স্পষ্ট—না, আমাদের কোনও সেনা ক্ষতিগ্রস্ত হননি।” রাজনাথ সিংয়ের এই বক্তব্যে সরকার পক্ষের সাংসদরা টেবিল চাপড়ে সমর্থন জানান। তিনি বলেন, "এই অভিযান ভারতের প্রতিরক্ষা সক্ষমতার এবং আমাদের সেনাদের সাহসিকতার প্রতিফলন। রাজনীতি করা যায়, কিন্তু জাতীয় নিরাপত্তা নিয়ে নয়।"
"Few members of the Opposition have been asking how many of our aircraft were shot down? I feel their question does not adequately represent our national sentiments. They have not asked us how many enemy aircraft our Armed Forces shot down? If they must ask a question, it should… pic.twitter.com/4TYAjVRDO0
— ANI (@ANI) July 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us