/anm-bengali/media/media_files/2025/10/24/kiren-rijiju-2025-10-24-12-52-47.png)
নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে আজ অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় সরকারের “রোজগার মেলা”। এই বিশেষ কর্মসংস্থান অভিযানে আজই দেওয়া হলো ৫১,০০০ জন সরকারি চাকরির নিয়োগপত্র। অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেন, “আজ যাঁরা নিয়োগপত্র পেয়েছেন, তাঁদের আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এতে দেশের তরুণ প্রজন্মের মনোবল আরও বেড়েছে।”
মন্ত্রী আরও বলেন, “এই নিয়োগপত্র শুধুমাত্র একটি চাকরির প্রতীক নয়—এটি দেশসেবার সুযোগ। সরকারি কাজে যুক্ত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার দায়িত্ব আজ তাঁদের হাতে এসেছে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/NPyhpnre2LvHUtySQQ6S.jpg)
রিজিজু জানান, মোদি সরকারের লক্ষ্য শুধু কর্মসংস্থান নয়, কর্মসংস্কৃতি গড়ে তোলা। তিনি বলেন, এই রোজগার মেলার মাধ্যমে তরুণ-তরুণীরা দেশের বিভিন্ন দপ্তরে নিজের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে নতুন দিশা আনবেন।
অনুষ্ঠানে উপস্থিত অনেক নবনিযুক্ত কর্মী বলেন, এই সুযোগ তাঁদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। চাকরি পাওয়ার আনন্দে অনেকেই পরিবারসহ উচ্ছ্বাসে ফেটে পড়েন। প্রধানমন্ত্রী মোদি তাঁর বার্তায় বলেন, “সরকারের প্রতিটি উদ্যোগের মূল উদ্দেশ্য—যুবশক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশকে আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে দেওয়া।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us