রাজনীতি পছন্দ করতেন না, শুধু সিনেমায় আগ্রহী ছিলেন ! ধর্মেন্দ্রর প্রয়াণে শ্রদ্ধা জানাতে গিয়েও কটাক্ষ করলেন রাজীব শুক্লা

কি কটাক্ষ করলেন রাজীব শুক্লা ?

author-image
Debjit Biswas
New Update
rajeev shuklaq1.jpg

নিজস্ব সংবাদদাতা : কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) প্রয়াণে যখন গোটা দেশ শোকস্তব্ধ, তখন তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তাঁর রাজনৈতিক জীবন নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রাজীব শুক্লা। ধর্মেন্দ্রকে 'সুপারস্টার' আখ্যা দিলেও, সাংসদ হিসেবে তাঁর ভূমিকার কঠোর সমালোচনা করেন তিনি।

dharmendra aa

তিনি বলেন,''ধর্মেন্দ্র ছিলেন একজন সুপারস্টার। তাঁর মতো অভিনেতা আবার পাওয়া খুব কঠিন। তাঁর চলে যাওয়া এক বিরাট ক্ষতি। কিন্তু আমি তাঁকে সাংসদ থাকাকালীন তাঁর কোনো নির্বাচনী এলাকায় যেতে কখনও দেখিনি।  তিনি শুধু চলচ্চিত্রেই আগ্রহী ছিলেন। তাঁর স্ত্রী, হেমা মালিনী, একজন সিরিয়াস রাজনীতিবিদ, কিন্তু ধর্মেন্দ্রজি কখনোই রাজনীতি পছন্দ করতেন না।"