সড়ক দুর্ঘটনায় ভয়াবহ আহত, আধার কার্ড না থাকায় শুরু হল চিকিৎসা! মৃত স্কুল শিক্ষক

আধারকার্ড না থাকায় চিকিৎসায় বিলম্ব, মৃত্যু হল স্কুল শিক্ষকের।

author-image
Tamalika Chakraborty
New Update
cholol

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানে এক চাঞ্চল্যকর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। আলওয়ারের রাজীব গান্ধী জেনারেল হাসপাতালের ট্রমা ওয়ার্ডে চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে উমেশ যাদব নামে এক স্কুলশিক্ষকের। পরিবার অভিযোগ করেছে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসকরা তৎক্ষণাৎ চিকিৎসা শুরু না করে প্রথমে আধার কার্ড চেয়েছিলেন।

dead

উমেশ যাদব আলওয়ারের সরকারি গান্ধী স্কুলের হিন্দি প্রভাষক ছিলেন। তিনি পদিসাল গ্রামের বাসিন্দা। শনিবার পাটওয়ারি নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে নয়রংগাবাদের কাছে ভয়াবহ দুর্ঘটনায় পড়েন। গাড়ির দুর্ঘটনায় তিনি গুরুতর জখম হন। এরপর তাঁকে রাজীব গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা বিলম্বিত হওয়ায় প্রাণ হারান বলে পরিবারের অভিযোগ।

এই ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন।