'মাদক মেশানো কেক খাইয়ে র‍্যাগিং, তারপর ছাদ থেকে ঝাঁপ'— বনস্থলী বিদ্যাপীঠের MBA পড়ুয়া ছাত্রীর আতঙ্কের ভিডিও ভাইরাল!

বনস্থলী বিদ্যাপীঠের MBA পড়ুয়া ছাত্রীকে কেকের মাধ্যমে মাদক খাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Crime

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের টঙ্ক জেলার বনস্থলী বিদ্যাপীঠে এক ছাত্রীকে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে প্রথমে দেখা যায়, কলেজ করিডোরে একটি তরুণী দেওয়ালের দিকে পা রেখে শুয়ে রয়েছেন। কিছুক্ষণ পরেই তাকে দেখা যায় হোস্টেলের ছাদে রেলিংয়ের উপর বসে থাকতে। এরপর হঠাৎ করেই তিনি উপর থেকে লাফ দেন এবং গুরুতর আহত হন।

আহত ছাত্রী বর্তমানে তাঁর নিজের বাড়িতে, হরিয়ানার একটি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, তিনি বনস্থলীতে প্রথম বর্ষের MBA কোর্সে ভর্তি হয়েছিলেন মাত্র ১৭ জুলাই।

police

ঘটনার পর ছাত্রীর পরিবার একটি এফআইআর দায়ের করেছে। অভিযোগে তাঁরা জানিয়েছেন, তাঁদের মেয়েকে কলেজে র‍্যাগিংয়ের শিকার হতে হয়েছে। শুধু তাই নয়, হোস্টেলে এক অনুষ্ঠানের সময় ঠান্ডা পানীয় ও কেকের সঙ্গে মাদক মিশিয়ে তাকে খাওয়ানো হয় বলেও দাবি করেছেন তাঁরা।

বনস্থলী বিদ্যাপীঠ একটি সম্পূর্ণ আবাসিক মহিলা-শিক্ষা প্রতিষ্ঠান। ঘটনাটি সামনে আসার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে। কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।