নিজস্ব সংবাদদাতা: রোহিণী আচার্য্যের বিতর্কিত অভিযোগ নিয়ে তীব্র রাজনৈতিক তরজায় এবার মুখ খুললেন রাজস্থানের মন্ত্রী কে. কে. বিষ্ণোই। তাঁর দাবি, লালু প্রসাদ যাদবের জীবনে এমন দিন আসবেই—এটাই যেন নিয়তি। বিষ্ণোইয়ের কথায়, যখন কোনও রাজনৈতিক পরিবার বা দল ভিত থেকে দুর্বল হয়ে যায়, তখন তারা নিজেদের ব্যর্থতার দায় অন্যের উপর চাপাতে শুরু করে। আর ঠিক সেটাই এখন দেখা যাচ্ছে লালু যাদবের পরিবারে।
রোহিণী আচার্য্যের বিস্ফোরক মন্তব্যে যে তোলপাড় সৃষ্টি হয়েছে, তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর মতে, ভিতরে যখন ফাটল দেখা দেয়, তখন একে অপরকে দোষারোপ করার রাজনৈতিক সংস্কৃতি বেড়ে ওঠে। আর লালু পরিবার এখন সেই পর্যায়েই পৌঁছেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/15/rohini-acharya-152143563-16x9_0-2025-11-15-21-53-39.webp)
বিষ্ণোই আরও দাবি করেছেন, শুধুমাত্র লালু পরিবারই নয়, বিরোধী জোট ‘ইন্ডিয়া’—যারা নিজেকে বিকল্প শক্তি হিসেবে দাবি করে—তারাও একই ভাগ্য বরণ করতে চলেছে। তাঁর ভাষায়, “যে জোট ভিতরে ভিতরে দুর্বল, সে টিকতে পারে না। ইন্ডিয়া জোটও একই পরিণতি দেখবে।”
বিষ্ণোইয়ের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
“এভাবেই ভাঙবে ইন্ডিয়া জোট!” লালু পরিবারে ফাটল দেখে ভবিষ্যদ্বাণী রাজস্থানের মন্ত্রীর
রোহিণী আচার্য্যের অভিযোগকে কেন্দ্র করে লালু প্রসাদ যাদব এবং তাঁর পরিবারকে কটাক্ষ করলেন রাজস্থানের মন্ত্রী কে. কে. বিষ্ণোই। তিনি বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে লালু পরিবার এখন একে অপরকেই দোষ দিচ্ছে এবং ইন্ডিয়া জোটেরও একই পরিণতি হবে।
নিজস্ব সংবাদদাতা: রোহিণী আচার্য্যের বিতর্কিত অভিযোগ নিয়ে তীব্র রাজনৈতিক তরজায় এবার মুখ খুললেন রাজস্থানের মন্ত্রী কে. কে. বিষ্ণোই। তাঁর দাবি, লালু প্রসাদ যাদবের জীবনে এমন দিন আসবেই—এটাই যেন নিয়তি। বিষ্ণোইয়ের কথায়, যখন কোনও রাজনৈতিক পরিবার বা দল ভিত থেকে দুর্বল হয়ে যায়, তখন তারা নিজেদের ব্যর্থতার দায় অন্যের উপর চাপাতে শুরু করে। আর ঠিক সেটাই এখন দেখা যাচ্ছে লালু যাদবের পরিবারে।
রোহিণী আচার্য্যের বিস্ফোরক মন্তব্যে যে তোলপাড় সৃষ্টি হয়েছে, তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর মতে, ভিতরে যখন ফাটল দেখা দেয়, তখন একে অপরকে দোষারোপ করার রাজনৈতিক সংস্কৃতি বেড়ে ওঠে। আর লালু পরিবার এখন সেই পর্যায়েই পৌঁছেছে।
বিষ্ণোই আরও দাবি করেছেন, শুধুমাত্র লালু পরিবারই নয়, বিরোধী জোট ‘ইন্ডিয়া’—যারা নিজেকে বিকল্প শক্তি হিসেবে দাবি করে—তারাও একই ভাগ্য বরণ করতে চলেছে। তাঁর ভাষায়, “যে জোট ভিতরে ভিতরে দুর্বল, সে টিকতে পারে না। ইন্ডিয়া জোটও একই পরিণতি দেখবে।”
বিষ্ণোইয়ের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।