BREAKING : রাজস্থানের এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট হ্যাক ! পহেলগাঁও-এর পর এবার ভারতে সাইবার হামলা চালালো পাকিস্তান

এর আগেও বেশ কয়েকবার ভারতে সাইবার হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান।

author-image
Debjit Biswas
New Update
hacking.webp

নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁও হামলার রেশ এখনও পুরোপুরি কেটে যায়নি, আর এবার এরমধ্যেই ভারতে সাইবার হামলা চালালো পাকিস্তান। আজ এই সাইবার হামলার মাধ্যমে হ্যাক করে নেওয়া হয় রাজস্থানের এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট। আজ সকালে এই ওয়েবসাইটটি খুলতেই সেখানে ভেসে ওঠে পহেলগাঁও হামলার ছবি আর ২০১৯ সালে পাকিস্তানের হাতে বন্দি হওয়া অভিনন্দন বর্তমানের ছবি।

111

এরপরেই রাজস্থানের শিক্ষা মন্ত্রী মদন দিলাওয়ার এই ওয়েবসাইটটি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন, এবং এডুকেশন ডিপার্টমেন্টের আইটি উইং (IT WING)-কে এই ওয়েবসাইটটি পুনরুদ্ধার করার নির্দেশ দেন।