/anm-bengali/media/media_files/Ui2tKVJtJAzLFYsOafLb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে রাজস্থানে (Rajasthan) বিধানসভা নির্বাচন ২০২৩ সালের ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপি উভয়েই তাদের জয়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই দলের নেতাদের মধ্যে বাকযুদ্ধও চলছে সমান গতিতে। উভয় দলই রাজ্যে তাদের নিজস্ব সরকার গঠনের দাবি করছে। এরই মাঝে আজ মঙ্গলবার কেন্দ্রীয়মন্ত্রীপ্রহ্লাদযোশীরবাসভবনেরাজস্থানকোরগ্রুপেরবৈঠকশুরু হল। এই বৈঠকেউপস্থিতরয়েছেনবিজেপিনেত্রীবসুন্ধরারাজে, গজেন্দ্রসিংশেখাওয়াত, রাজ্যবর্ধনসিংরাঠোর, কৈলাশচৌধুরী, নীতিনপ্যাটেলএবংঅন্যান্যনেতারা।
Delhi: Rajasthan core group meeting going on at the residence of Union Minister Pralhad Joshi. Senior BJP leaders Vasundhara Raje, Gajendra Singh Shekhawat, Rajyavardhan Singh Rathore, Kailash Choudhary, Nitin Patel and other leaders are also present.
— ANI (@ANI) October 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us