কংগ্রেসকে রুখতে বড় ছক বিজেপির? শুরু হল বৈঠক

সম্মুখ সমরে বিজেপি ও কংগ্রেস। রাজনৈতিক দ্বন্দ্ব জমে উঠেছে এই দুই দলের মধ্যে।

author-image
SWETA MITRA
New Update
bjp conggg.jpg

  নিজস্ব সংবাদদাতাঃ ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে রাজস্থানে (Rajasthan) বিধানসভা নির্বাচন ২০২৩ সালের ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপি উভয়েই তাদের জয়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই দলের নেতাদের মধ্যে বাকযুদ্ধও চলছে সমান গতিতে। উভয় দলই রাজ্যে তাদের নিজস্ব সরকার গঠনের দাবি করছে। এরই মাঝে আজ মঙ্গলবার কেন্দ্রীয়মন্ত্রীপ্রহ্লাদযোশীরবাসভবনেরাজস্থানকোরগ্রুপেরবৈঠকশুরু হল। এই বৈঠকেউপস্থিতরয়েছেনবিজেপিনেত্রীবসুন্ধরারাজে, গজেন্দ্রসিংশেখাওয়াত, রাজ্যবর্ধনসিংরাঠোর, কৈলাশচৌধুরী, নীতিনপ্যাটেলএবংঅন্যান্যনেতারা।