বিজেপি, মানুষকে উস্কানি দিচ্ছে! এবার সরকার শেষ হবে, জানিয়ে দিলেন গেহলট

বিজেপিকে আক্রমণ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

New Update
nmnbv

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বিধানসভা নির্বাচন নিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, "আমরা রায়পুরে একটি প্রস্তাব পাস করেছিলাম যে জাতিভিত্তিক আদমশুমারি করা উচিত এবং আমরা নির্দেশও জারি করেছি। তারা (বিজেপি) আমাদের অর্জন, পাস করা আইন বা আমাদের গ্যারান্টি নিয়ে বিতর্ক করছে না। তারা রাজস্থানে এসে মানুষকে উস্কানি দিচ্ছে এবং চলে যাচ্ছে। জনগণ তাদের মন স্থির করেছে এবং তারা সরকারের পুনরাবৃত্তি করবে। মানুষকে সিদ্ধান্ত নিতে দিন কে ভুল আর কে সঠিক। এমনকি রাজস্থানের সমস্যা নিয়েও কথা বলছেন না তাঁরা। তারা অ-ইস্যু থেকে ইস্যু তৈরি করছে।"

hire