রাজস্থানের কেবল একটি পরিবারের জন্য বুথ করেছে নির্বাচন কমিশন

গণতন্ত্রের উৎসবে সকল নাগরিকের যোগদান কাম্য। সেজন্য রাজস্থানের কেবল একটি পরিবারের জন্য বুথ করেছে নির্বাচন কমিশন। এবার নতুন বুথ পেল সিরোহি জেলার শেরগাঁও গ্রামের বাসিন্দারা। আবু পিন্দওয়ারা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই গ্রামে নাগরিকের সংখ্যা দুই শতাধিকও নয়।

মোট ১১৭ জন ভোটার

শেরগাঁও গ্রামটি ৪,৯২১ ফুট উঁচুতে অবস্থিত। এই গ্রামের ভোটারদের অন্য একটি প্রত্যন্ত গ্রাম উতরাজে ভোট দিতে যেতে হত। কিন্তু, প্রায় ৫ হাজার ফুট উঁচু থেকে নেমে অন্যত্র ভোট দিতে যাওয়া কষ্টকর। তাই ভোটারদের সুবিধার জন্য শেরগাঁওয়ে নতুন একটি বুথ করা হল। এই গ্রামে মোট ১১৭ জন ভোটার রয়েছেন।