BREAKING : মোদির নেতৃত্বে ভারত এখন বিশ্বশক্তি ! মোদির ভূয়সী প্রশংসা করলেন দিয়া কুমারী

কি বললেন রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী দিয়া কুমারী ?

author-image
Debjit Biswas
New Update
Diya Kumariw1.jpg

নিজস্ব সংবাদদাতা - এবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি প্রসঙ্গে বড় মন্তব্য করলেন রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী দিয়া কুমারী। তিনি বলেন,''আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞ। পহেলগাঁও হামলার পরে যেভাবে তিনি পাকিস্তানকে জবাব দিয়েছেন, তা গোটা বিশ্ব দেখেছে।'' এরপর তিনি বলেন,''প্রধানমন্ত্রী মোদি দেখিয়েছেন যে, ভারত এখন এমন একটি শক্তি,যার চোখে চোখ রেখে কেউ কথা বলতে পারে না।”

Diya Kumariw2.jpg