ইতিহাস সম্পর্কে কোনও জ্ঞান নেই ! কার বিরুদ্ধে গর্জে উঠলেন হেভিওয়েট বিজেপি নেত্রী ?

তিনি আরও জানান, ঐতিহাসিক ব্যক্তিত্বদের নিয়ে ‘সামান্য’ মন্তব্যও কারোর করা উচিৎ নয় এবং সঠিক গবেষণার ভিত্তিতেই ইতিহাস সম্পর্কে কথা বলা উচিৎ।

author-image
Debjit Biswas
New Update
Diya Kumariw1.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ  সমাজবাদী পার্টির সাংসদ রামজি লাল সুমনের, মহারানা প্রতাপ সম্পর্কিত মন্তব্যকে 'সম্পূর্ণ ভুল' বললেন রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী দিয়া কুমারী। তিনি বলেন, ''ইতিহাস সম্পর্কে ওনার কোনও জ্ঞান নেই।''

Diya Kumariw2.jpg

এছাড়াও তিনি বলেন, ''রানা সাঙ্গা ও মহারানা প্রতাপ মাতৃভূমির জন্য বহু যুদ্ধ করেছেন। তাদের নিয়ে বিরোধীরা কোনো গবেষণা ছাড়াই ভুল মন্তব্য করছে, যা একেবারেই অনুচিত।"