নিজস্ব সংবাদদাতা: মেঘালয়ের পর্যটন শহরে হানিমুন করতে এসে খুন হলেন মধ্যপ্রদেশের ব্যবসায়ী রাজা রঘুবংশী। ঘটনার পর একের পর এক গ্রেফতার এবং নানা চাঞ্চল্যকর তথ্য সামনে আসায়, তদন্তে নয়া মোড় নিচ্ছে বলেই জানিয়েছে মেঘালয় সরকার। মঙ্গলবার মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রেস্টোন টাইংসং জানান, এই খুনের মামলাটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। গত ৪৮ ঘণ্টায় মধ্যপ্রদেশের ইন্দোর থেকে আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ—একজন ফ্ল্যাট মালিক, একজন প্রপার্টি ডিলার ও এক নিরাপত্তারক্ষী।
টাইংসং বলেন, “হ্যাঁ, তদন্ত চলছে এবং এখনই কিছু স্পষ্ট করে বলা যাচ্ছে না। আদালত ইতিমধ্যেই পাঁচ অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। এখনই কিছু অনুমান না করে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।”
উল্লেখ্য, এখন পর্যন্ত রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজা, যিনি একজন ব্যবসায়ী ছিলেন, মেঘালয় সফরে এসেছিলেন তাঁর স্ত্রী সোনমের সঙ্গে। কিন্তু সেই আনন্দের সফরই পরিণত হয় এক বিভীষিকাময় হত্যাকাণ্ডে।
তদন্তে এখনও পর্যন্ত “লাভ অ্যাঙ্গেল” বা পরকীয়ার বিষয়টিকে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ ধরা হলেও, এখন পুলিশ সেই সীমা ছাড়িয়ে আরও নানা সম্ভাবনার দিকেও নজর দিচ্ছে। টাইংসং বলেন, “এই মুহূর্তে প্রেমঘটিত সম্পর্ক ছাড়াও আরও নানা দিক খতিয়ে দেখা হচ্ছে। আমি এখন কিছু বলতে পারব না। তদন্ত শেষ হলে প্রকৃত সত্য সামনে আসবে।”
মেঘালয়ের মতো শান্ত, পাহাড়ি পর্যটনস্থানে এমন এক হত্যাকাণ্ড ঘিরে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। রাজা রঘুবংশীর পরিবারও এখন বিচারের অপেক্ষায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us