সদ্য বাবা হয়েছিলেন রাজা, বাবা-মাকে প্রণাম করে বেরিয়েছিলেন বাড়ি থেকে

রাজা প্যাটেল বিহারের মতিহারি জেলার বাসিন্দা। ২৫ বছর বয়সী রাজা এক বছর আগে বিয়ে করেছিলেন। সম্প্রতি তার স্ত্রী এক সন্তানের জন্ম দিয়েছেন। বাড়িতে বাবা-মাকে প্রণাম করার পর এবং স্ত্রী ও সন্তানকে বিদায় জানিয়ে জীবিকার সন্ধানে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেন ওই যুবক।

author-image
Pritam Santra
New Update
balasore odisha.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রাজা প্যাটেল বিহারের মতিহারি জেলার বাসিন্দা। ২৫ বছর বয়সী রাজা এক বছর আগে বিয়ে করেছিলেন। সম্প্রতি তার স্ত্রী এক সন্তানের জন্ম দিয়েছেন। বাড়িতে বাবা-মাকে প্রণাম করার পর এবং স্ত্রী ও সন্তানকে বিদায় জানিয়ে জীবিকার সন্ধানে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেন ওই যুবক। রাজা করোমন্ডল এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন। কিন্তু অল্প পথ পাড়ি দেওয়ার পর দুর্ঘটনায় তিনি মারা যান। এই খবরে তার বাড়িতে নেমেছে শোকের ছায়া । স্ত্রী কাঁদছেন, বারবার জ্ঞান হারিয়ে পড়ছেন। অন্যদিকে, বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চলে যাওয়ায় বাবা-মা মারাত্মকভাবে ভেঙে পড়েছেন।