বড়সড় কিছু ঘটার আশঙ্কা! ট্রেন চলাচল বন্ধ

যমুনা নদীর জলস্তর বিপজ্জনক স্তর অতিক্রম করায় দিল্লি প্রশাসন মঙ্গলবার উচ্চ সতর্কতা জারি করেছে। পুরাতন রেল সেতুতে যমুনা নদীর জলের স্তর ২০৫.৪০ মিটার ছুঁয়েছে যা বিপজ্জনক স্তরের উপরে।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টিতে (Heavy Rainfall) রীতিমতো নাজেহাল পরিস্থিতি দিল্লির। হু হু করে বাড়ছে যমুনা নদীর জলস্তর। আর যাকে ঘিরে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের ঘুম উড়ে গিয়েছে। এরই মাঝে পুরাতনযমুনাসেতুরওপরদিয়ে ট্রেন চলাচলআজসকাল৬টাথেকেসাময়িকভাবেবন্ধকরে দেওয়া হল। আজ উত্তর রেলওয়ের তরফে এমনই জানানো হয়েছে।