New Update
/anm-bengali/media/media_files/JNM48UOM8JulAnWDTAzo.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতীয় রেলের ওপর থেকে যেন বিপদ কাটছেই না। সদ্য শতাব্দীর সবচেয়ে বড় রেল দুর্ঘটনার সাক্ষী হয়েছে ভারতবাসী। ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস ও মালগাড়ি। এই দুর্ঘটনার প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই এবার বিহারের ভাগলপুর রেল স্টেশনে আগুন লেগেছে। আগুন লাগার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রেল যাত্রীদের মধ্যে। এই বিষয়ে রেলওয়ে অফিসার সতেন্দ্র কুমার জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।
#WATCH | Bihar: Fire broke out in a VIP guest room at Bhagalpur railway station pic.twitter.com/KQe11mgfbM
— ANI (@ANI) June 11, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us