/anm-bengali/media/media_files/ocH7rkyHMGgQcSrlH9za.jpg)
নিজস্ব সংবাদদাতা: শুক্রবারের ভয়াবহ রেল দুর্ঘটনা ইতিহাসের পাতায় অভিশপ্ত স্থান দখল করে নিয়েছে। তবে প্রথম থেকেই প্রশ্ন উঠছে, এই দুর্ঘটনার পেছনে দায়ী কারা। এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনার কারণের বিষয়ে জানিয়েছেন। তিনি বলেছেন, "রেলওয়ে নিরাপত্তা কমিশনার বিষয়টি তদন্ত করেছেন এবং তদন্ত প্রতিবেদন আসতে চলেছে। তবে আমরা ঘটনার কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করেছি। ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে এটি ঘটেছে। ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কাজে কারা যুক্ত ছিল সেটা তদন্তের মাধ্যমে বের করা হবে"। যদিও তদন্তের ফল না আসা পর্যন্ত তিনি প্রকৃতভাবে কিছু বলতে চাননি এবং কোনও নির্দিষ্ট কাউকে দোষী সাব্যস্ত করতে চাননি।
#WATCH | The commissioner of railway safety has investigated the matter and let the investigation report come but we have identified the cause of the incident and the people responsible for it... It happened due to a change in electronic interlocking. Right now our focus is on… pic.twitter.com/UaOVXTeOKZ
— ANI (@ANI) June 4, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us