নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের মনোনীত মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে কংগ্রেস নেতা সতীশ পল বলেছেন, "মহাগঠবন্ধন সরকারের ওপর আস্থা রাখার জন্য আমি ঝাড়খণ্ডের জনগণকে ধন্যবাদ জানাই৷ আমরা 'সংকল্প'-এ দেওয়া সমস্ত গ্যারান্টি পূরণ করব৷ কংগ্রেস কর্মীরা এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে খুব উত্তেজিত। কংগ্রেস জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, রাজ্যের কংগ্রেস পর্যবেক্ষক তারিক আনোয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।"
একই সঙ্গে ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হলেও মহারাষ্ট্রে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানা গিয়েছে, একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফড়নবীশ ও অজিত পাওয়ার বৃহস্পতিবার দিল্লি যাবেন। বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তারপর সিদ্ধান্ত নেওযা হবে। মহারাষ্ট্রে একজন মুখ্যমন্ত্রী ও দুই জন উপমুখ্যমন্ত্রী হবেন বলে জানা গিয়েছে।