ভোটের মাঝেই, নতুন পরিবার পেলেন রাহুল!

'মনোনয়ন দাখিল করার সময় রাহুল গান্ধী ওয়েনাড়কে 'তার বাড়ি' বলে ঘোষণা করেছেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
979

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী এবং আমেঠি থেকে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি উত্তরপ্রদেশের আমেঠিতে একটি জনসভায় যোগ দিয়েছিলেন গতকাল। সেখান থেকেই গান্ধী পরিবারকে কটাক্ষ করেন তিনি।

তিনি বলেন, “তারা আমেঠির সাথে সম্পর্কের কথা বলেছিল এবং নিজেরা ওয়েনাড়ে চলে গিয়েছে। সেখানে মনোনয়ন দাখিল করার সময় রাহুল গান্ধী ওয়েনাড়কে 'তার বাড়ি' বলে ঘোষণা করেছেন। আমরা বহুজনকে দেখেছি রঙ পরিবর্তন করতে, কিন্তু এই প্রথমবার কাউকে নিজের পরিবার বদল করতে দেখলাম। আপনারা সকলেই জানেন যে আগামী ২৫ মে পদ্মকে আপনার একটি ভোট দেওয়া মানে, আপনাদেরকে বিনামূল্যে রেশনের দিকে নিয়ে যাবে। আর এদিকে কংগ্রেস ঘোষণা করেছে যে সারা দেশে সাধারণ মানুষের সম্পদের হিসাব করা হবে। এবার আপনারাই ভাবুন, কাকে ভোট দেওয়া যায়”।

SMRITI IRANII .jpg

rahul gandhiww1.jpg

Add 1