গ্যারান্টি পূরণ হল, বিশেষ বার্তা রাহুল গান্ধীর

আজ থেকে কর্ণাটকে চালু হয়েছে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া 'শক্তি যোজনা'-এর অধীনে কেএসআরটিসি এবং বিএমটিসি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণের সূচনা করেছেন।

author-image
SWETA MITRA
New Update
rahul gandhi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে ক্ষমতায় এসে বড় কাজ করল কংগ্রেস সরকার। আজ থেকে রাজ্যের মহিলারা বিনামূল্যে বাসে ভ্রমণ করতে পারবেন বলে ঘোষণা করেছে কংগ্রেস। আর এই নিয়ে এবার টুইট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি এক টুইট বার্তায় রবিবার লেখেন, ‘আজথেকেকর্ণাটকেরপ্রতিটিমহিলারজন্যবিনামূল্যেবাসভ্রমণের সুযোগ করে দেওয়া হল।  আরওএকটিগ্যারান্টিপূরণকরল কংগ্রেস (Congress)। মহিলাদেরক্ষমতায়নএবংঅর্থনৈতিকসঞ্চয় - আমাদেরদায়িত্ব, মহিলাদের সব অধিকারকংগ্রেসসরকারপূরণকরবে।‘