নিজস্ব সংবাদদাতাঃ এবার বড় প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজ রবিবার রাজস্থানের দৌসায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, "কংগ্রেস রাজস্থানের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ১০,০০০ টাকা ট্রান্সফার করবে। কংগ্রেস সরকার গঠিত হলে সিলিন্ডারের দাম হবে ৫০০ টাকা। আমরা পুরো রাজস্থানে ইংলিশ স্কুল তৈরি করেছি। পুরনো পেনশন স্কিম বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা রাজস্থানে এটি বাস্তবায়ন করেছি... লক্ষ লক্ষ মানুষ এর থেকে উপকৃত হয়েছে।“