/anm-bengali/media/media_files/l5E6pH6ETp2rJwsxUPL3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার শিরোনামে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। দক্ষিণী সুপারস্টার এবং দেশিয়া মুরপোক্কু দ্রাবিড় কাজাগম (ডিএমডিকে) প্রতিষ্ঠাতা বিজয়কান্ত মারা গেছেন। জানা গিয়েছে, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। আজ চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে এই ঘটনায় এবার দুঃখপ্রকাশ করলেন রাহুল গান্ধী। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘ডিএমডিকে-রপ্রতিষ্ঠাতাথিরুবিজয়কান্তজিরপ্রয়াণেআমিগভীরভাবেশোকাহত।সিনেমাওরাজনীতিতেতাঁরঅবদানলক্ষলক্ষমানুষেরহৃদয়েঅবিস্মরণীয়ছাপরেখেগেছে।এইকঠিনসময়েতাঁরপরিবারওভক্তদেরপ্রতিআমারআন্তরিকসমবেদনা জানাচ্ছি।‘
Deeply saddened by the demise of DMDK founder, Thiru Vijayakanth ji.
— Rahul Gandhi (@RahulGandhi) December 28, 2023
His contributions to cinema and politics have left an indelible mark on the hearts of millions. My heartfelt condolences to his family and fans during this difficult time.
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us