দেশজুড়ে শোকের ছায়া, ফের শিরোনামে রাহুল গান্ধী

মৃত্যু হয়েছে বিখ্যাত অভিনেতার। চমকে গিয়েছে গোটা দেশ।

author-image
SWETA MITRA
New Update
rahul tela.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার শিরোনামে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। দক্ষিণী সুপারস্টার এবং দেশিয়া মুরপোক্কু দ্রাবিড় কাজাগম (ডিএমডিকে) প্রতিষ্ঠাতা বিজয়কান্ত মারা গেছেন। জানা গিয়েছে, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। আজ চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে এই ঘটনায় এবার দুঃখপ্রকাশ করলেন রাহুল গান্ধী। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘ডিএমডিকে-প্রতিষ্ঠাতাথিরুবিজয়কান্তজিরপ্রয়াণেআমিগভীরভাবেশোকাহত।সিনেমারাজনীতিতেতাঁরঅবদানলক্ষলক্ষমানুষেরহৃদয়েঅবিস্মরণীয়ছাপরেখেগেছে।এইকঠিনসময়েতাঁরপরিবারভক্তদেরপ্রতিআমারআন্তরিকসমবেদনা জানাচ্ছি।‘