/anm-bengali/media/media_files/3m1ymOMtTcdic3I6MI4Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-কে নিয়ে বিরাট মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)। তিনি বলেন, ‘এ যাত্রায় হয়তো রাহুল গান্ধী বেঁচে গেলেন, কিন্তু কতদিন? মানহানি মামলা ছাড়া রাহুল গান্ধীর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি ফৌজদারি মানহানির মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে রয়েছে বীর সাভারকরের পরিবারের দায়ের করা কাদা ছোঁড়ার হাই প্রোফাইল মামলা। রাহুল গান্ধী ও তাঁর মা সোনিয়া গান্ধীও ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারিতে অভিযুক্ত এবং বর্তমানে জামিনে রয়েছেন। এগুলির যে কোনও একটিতে দোষী সাব্যস্ত হলে তাকে আবার অযোগ্য ঘোষণা করা যেতে পারে। ভুলে গেলে চলবে না যে লালু প্রসাদ, জে জয়ললিতার মতো প্রবীণ নেতারা দোষী সাব্যস্ত হওয়ার পরে অযোগ্যতার মুখোমুখি হয়েছেন।‘
बकरे की अम्मा कब तक ख़ैर मनाएगी?
— Amit Malviya (@amitmalviya) August 4, 2023
Rahul Gandhi may have survived this one but for how long? On an earlier occasion, no less than the Supreme Court had pulled him up for attributing, wrongly to them, an observation, they had not made. Besides, there are several other criminal…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us