সামরিক বাহিনীর বাস্তব, রূঢ় চিত্র প্রকাশ্যে এনে দিলেন রাহুল

'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই ধরনের জওয়ান তৈরি করেছেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rahul modi bjp.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের রায়বরেলিতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে, কংগ্রেস নেতা এবং এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই ধরনের জওয়ান তৈরি করেছেন। একজন দরিদ্র, দলিত, সংখ্যালঘুদের ছেলে এবং অন্যটি ধনীদের ছেলে। গরীবদের ছেলেদের নাম দিয়েছেন, অগ্নিবীর। যারা পেনশন, ক্যান্টিনের মতো কোনও সুবিধা পাবে না। তবে, আপনি যদি সিনিয়র অফিসার হন বা চারজনের মধ্যে একজন হন তবে আপনি সমস্ত সুবিধা পাবেন। সামরিক বাহিনীতে প্রধানমন্ত্রী তৈরি করেছেন 'দুটো ভারত', দুই ধরনের 'শহীদ'।

rahulgh1.jpg

agniveer3

Add 1