রাহুল গান্ধী ‘মহান বীর’, দল থেকেই দিল সার্টিফিকেট

রাহুল গান্ধী জনগণের নেতা হিসেবে আবির্ভূত হবেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
MP Rahul GH1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি। এদিন তিনি বলেন, "এটি কেবল একটি নির্বাচন নয়, এটি একটি বিপ্লব হবে এবং সেই বিপ্লবে রাহুল গান্ধী জনগণের নেতা হিসেবে আবির্ভূত হবেন। রাহুল গান্ধী যদি একজন ব্যক্তি, একটি ভোট বাঁচানোর চেষ্টা না করতেন, তাহলে রেশনের অধিকার কেড়ে নেওয়া হত, তারপর জমির মালিকানার অধিকার এবং তারপরে সুযোগ-সুবিধা কেড়ে নেওয়া হত। স্বাধীনতার পর প্রতিটি ব্যক্তি যে অধিকার পেয়েছিল তাও কেড়ে নেওয়া হত; রাহুল গান্ধী এই অধিকারগুলি রক্ষাকারী একজন মহান বীর হিসেবে আবির্ভূত হয়েছেন"।

ongress pramod