রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে ঘৃণা করেন, তাই বিষ ছিটাচ্ছেন — টোখন সাহুর অভিযোগ

পাটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী টোখন সাহুর কড়া সমালোচনা; “রাহুল গান্ধী দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী ও নীচস্তরের রাজনীতি করেন”।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-29 10.01.00 PM

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘নাচ’ মন্তব্যের জেরে রাজনৈতিক বিতর্ক ক্রমেই বাড়ছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী টোখন সাহু তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “রাহুল গান্ধী সবসময়ই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিষ ছিটিয়ে চলেছেন, কারণ তিনি তাঁকে ঘৃণা করেন এবং শ্রদ্ধার চোখে দেখতে পারেন না।”

তিনি আরও বলেন, “বিহারসহ গোটা দেশ প্রধানমন্ত্রী মোদীকে সম্মান করে, কারণ তাঁর নেতৃত্বেই ভারত উন্নয়নের পথে এগিয়েছে।” টোখন সাহুর অভিযোগ, “রাহুল গান্ধী দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী, যিনি সবসময় নীচস্তরের রাজনীতি করেন। তিনি কখনোই ইতিবাচক চিন্তা করেন না, বরং মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন।”