নরেন্দ্র মোদি ও অমিত শাহ ভোট চুরি করছেন,কিন্তু আমি হার মানছি না ! ফের বিস্ফোরক রাহুল গান্ধী

কি বললেন রাহুল গান্ধী ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
Rahul Gandhi sad kl.jpg

নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচনকে কেন্দ্র করে আজ ফের একবার এক বিস্ফোরক মন্তনব্য করলেন রাহুল গান্ধী। তিনি বলেন,''আমি হার মানছি না। আমি পরিষ্কার বলছি যে নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোট চুরি করছেন। ভোট চুরি করার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা চলছে।"

RAHUL GANDHI

এরপর তিনি আরও বলেন,''আমি বিহারের যুবকদের বলছি, আমি বিহারের 'জেন জি' (GEN Z)-কে বলছি, ভোটকেন্দ্রে সতর্ক থাকা এবং ভোট চুরি ঘটতে না দেওয়া কিন্তু আপনাদের দায়িত্ব।"