New Update
/anm-bengali/media/media_files/GVkQYv2CfSl3lq9XLTHB.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি প্রধানমন্ত্রীর এক সাক্ষাৎকারকে হাতিয়ার করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী একটি গল্প শোনান। প্রধানমন্ত্রী বলেন, একজন ইংরেজির অধ্যাপকের মেয়ে আত্মহত্যা করেছিল। তারপর যখন ওই মেয়েটির বাবা সুইসাইড নোটের স্লিপ পান, তখন তিনি এতে বানান ভুলের জন্য খুব রেগে যান। এই প্রসঙ্গে রাহুল বলেন, 'আত্মহত্যা করে নেওয়ার কারণে হাজার হাজার পরিবার নিজেদের সন্তানকে হারান। তাঁদের নিয়ে প্রধানমন্ত্রীর হাসি ঠাট্টা করা উচিৎ নয়।'
हज़ारों परिवार आत्महत्या के कारण अपने बच्चों को खोते हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) April 27, 2023
प्रधानमंत्री को उनका मज़ाक नहीं उड़ाना चाहिए!
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us