/anm-bengali/media/media_files/kZfLviTb4M4aUnUmXSZa.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকা সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ছয় দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। এদিকে, বুধবার সকালে সান ফ্রান্সিসকোতে ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন রাহুল গান্ধী। তিনি এখানে বিজেপি এবং ভারতের প্রধানমন্ত্রীকে টার্গেট করেন। তিনি বলেন, 'ভারতের কিছু মানুষ মনে করে তারা সবকিছু জানে। তারা ঈশ্বরকেও জিনিস শেখাতে পারে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের মধ্যে একজন। আমার মনে হয়, প্রধানমন্ত্রী মোদীজি যদি ঈশ্বরের সঙ্গে বসেন, তাহলে তিনি ঈশ্বরকে বোঝাতে শুরু করবেন যে মহাবিশ্ব কীভাবে কাজ করে।‘ এ সময় তিনি তাঁর ভারত জোড়ো সফর নিয়েও কথা বলেন। রাহুল গান্ধী নতুন সংসদ ভবন নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘এটা পরিবর্তন করা উচিৎ হয়নি। বর্তমানে মুসলমানরা নিরাপদ বোধ করছে না। এমনকি দলিত, শিখ, খ্রিস্টানরাও সুরক্ষিত বোধ করছেন না।‘ রাহুল গান্ধী আরও বলেন, ‘ভালোবাসার মাধ্যমে ঘৃণাকে জয় করা যায়।‘
A few people in India are absolutely convinced that they know everything. They think they can explain history to historians, science to scientists and warfare to the army.
— Congress (@INCIndia) May 31, 2023
But at the core of it is mediocrity. They're not ready to listen!
: Sh. @RahulGandhi in San Francisco,… pic.twitter.com/WiJZqygkCk
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us