কেসিআর ‘দুর্নীতিবাজ’ জানিয়ে দিলেন রাহুল

তেলেঙ্গানার নিজামবাদে আজ জনসভা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rahul rajasthan.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে তেলেঙ্গানাই শেষ রাজ্য। তাই এবার সেখানে প্রচার শুরু করে দিল কংগ্রেস। তেলেঙ্গানার নিজামবাদে আজ জনসভা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

এদিন সভা মঞ্চ থেকে কেসিআরের উদ্দেশ্যে আক্রমণাত্মক হয়ে ওঠেন রাহুল। তিনি বলেন, “সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী মন্ত্রকগুলি কেসিআর পরিবারের অধীনে। জমি, মদ এবং বালি থেকে প্রচুর পরিমাণে অর্থ রোজগার হয়৷ আর অদ্ভুত বিষয় হল, এই তিনটি মন্ত্রণালয়ই কেসিআর পরিবারের অধীনে। এখান থেকেই বোঝা যায় আপনি কতোটা দুর্নীতির সাথে জড়িত। আপনি যদি দুর্নীতিবাজ না হতেন, তাহলে এই মন্ত্রণালয়গুলো আপনার পরিবারের অধীনে থাকত না”।

hiren