/anm-bengali/media/media_files/vMP6pvtm9PNRO9t1tbAE.jpg)
নিজস্ব সংবাদদাতা: ১৯৮৪ সালের শিখ দাঙ্গার ঘটনা নিয়ে দীর্ঘ চার দশক পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রকাশ্যে দায় স্বীকার করলেন। লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে এক বিবৃতিতে রাহুল বলেন, “কংগ্রেসের ইতিহাসে অনেক ভুল হয়েছে, সেই সময় আমি উপস্থিত ছিলাম না। তবে যদি সেই ভুলগুলির জন্য দায় নিতে হয়, আমি হাসিমুখে তা গ্রহণ করব।”
রাহুলের মন্তব্যে স্পষ্ট, ১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গাকে তিনি কংগ্রেস এবং তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর এক ঐতিহাসিক ভুল হিসেবেই দেখছেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর ১৯৮৪ সালে দেশের একাধিক অংশে ঘটে যায় ভয়াবহ শিখনিধন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সেই দাঙ্গায় ৩৩২৫ জনের মৃত্যু হয়েছিল। বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা ছিল আরও অনেক বেশি। ওই গণহত্যার দাগ কংগ্রেসের ভাবমূর্তিতে আজও স্পষ্ট।
/anm-bengali/media/media_files/6pqabXBEbpUwuuwLE8sE.jpg)
উল্লেখযোগ্যভাবে, এর আগেও কংগ্রেসের তরফে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং এবং ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। রাহুল গান্ধী নিজেও এর আগে একাধিকবার দুঃখপ্রকাশ করেছেন। তবে এবার লোকসভা অধিবেশনে দাঁড়িয়ে দায় স্বীকারের সুরে তাঁর মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us