/anm-bengali/media/media_files/2025/09/21/screenshot-2025-09-21-98-am-2025-09-21-10-00-04.png)
নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা রঘুবর দাস এদিন খেল মহোৎসবে অংশ নিয়ে ‘নমো যুব দৌড়’-এর তাৎপর্য তুলে ধরলেন। তিনি জানান, এই দৌড় শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং নেশামুক্ত ভারত ও আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণের জন্য যুবসমাজকে একত্রিত করার প্রয়াস।
/anm-bengali/media/post_attachments/f1f94be6-de7.png)
রঘুবর দাস বলেন, “‘নমো যুব দৌড়’-এ যে উৎসাহ দেখা যাচ্ছে, তা যুবশক্তির প্রতীক। ক্রীড়া শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলে, সমাজকে একত্রিত করে। এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি, কীভাবে যুবকরা নেশামুক্ত ও আত্মনির্ভর ভারতের লক্ষ্যে নিজেদের শক্তি প্রয়োগ করছে।”
তিনি আরও জানান, খেল মহোৎসবের মতো উদ্যোগগুলো দেশের ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করার পাশাপাশি যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা দেয়। তাঁর মতে, খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, বরং সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
#WATCH | Former Jharkhand CM and BJP leader Raghubar Das says, "Through Khel Mahotsav, you can see the youth power in 'Namo Yuva Run' aimed at 'Nasha mukt Bharat' and 'Aatmanirbhar Bharat'. Sports connect people..." https://t.co/iV8TEJaebvpic.twitter.com/fJ7k11LQwm
— ANI (@ANI) September 21, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us