ন্যায়বিচারের জন্য ঘুরছি,সঠিক পদক্ষেপ নিচ্ছে না CBI ! দিল্লি পৌঁছে ফের বিস্ফোরক অভয়ার বাবা

কি বললেন নির্যাতিতার বাবা ?

author-image
Debjit Biswas
New Update
448-252-22034562-thumbnail-16x9-rape-aspera

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লিতে সিবিআই (CBI)-এর কার্যকারিতা নিয়ে গুরুতর অভিযোগ তুললেন আর জি কর কাণ্ডে নিহত অভয়ার বাবা। তিনি বলেন, ঘটনার এক বছর হয়ে গেলেও তাদের এখনও ন্যায়বিচারের জন্য ঘুরে বেড়াতে হচ্ছে। ভুক্তভোগীর বাবা বলেন, "আমরা অনেক আশায় ভর করে আজ দিল্লিতে এসেছি। এক বছর হয়ে গেছে এবং আমরা ন্যায়বিচারের জন্য এখনও ঘুরে বেড়াচ্ছি।" তিনি জানান,''আগামীকাল আমরা সিবিআই (CBI)-এর পরিচালকের সঙ্গে দেখা করার চেষ্টা করবো।'' এছাড়াও তিনি অভিযোগ করেন যে,''পশ্চিমবঙ্গ সরকার ভোট পাওয়ার জন্য এবং ক্ষমতা ধরে রাখার জন্য সবকিছু করছে, কিন্তু জনগণের প্রতি তাদের কোনো উদ্বেগ নেই।'' একই সঙ্গে তিনি সিবিআইয়ের (CBI) তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন।

Rape