ভারতের শেষ গ্রাম নয়, প্রথম গ্রাম হিসেবে গণ্য করা হবে মানাকে ! বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী

কি বললেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
Pushkar Singh Dhami

নিজস্ব সংবাদদাতা : এখন থেকে 'মানা' গ্রামকে আর ভারতের শেষ গ্রাম হিসেবে নয়, প্রথম গ্রাম হিসেবে গণ্য করা হবে,আজ এমনটাই দাবি করলেন উত্তরখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেন,''মানা গ্রাম, যাকে এতদিন ভারতের শেষ গ্রাম বলা হত। প্রধানমন্ত্রী মোদি সেই মানা গ্রামে গিয়ে এটিকে দেশের প্রথম গ্রাম বলে অভিহিত করেন এবং শুধু মানা গ্রাম নয়, দেশের সমস্ত সীমান্ত গ্রামকেই তিনি দেশের প্রথম গ্রাম বলে অভিহিত করেছেন।" 

pushkarsinghdh1.jpg