New Update
/anm-bengali/media/media_files/9zB0TNrFXBLZu6yZtWoU.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পুরীতে ধুমধাম করে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। বর্তমানে 'পাহন্ডি বিধি' পালন হচ্ছে পুরীতে। ধুমধাম করে বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেবকে রথে তোলা হচ্ছে। ভগবান রথে এসে বসছেন। ভক্তরা নাচ ও গানের মাধ্যমে ভগবানকে রথে স্বাগত জানাচ্ছে। আজ বিকেল ৪ টে নাগাদ রথের দড়ি টানা হবে। কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন পুরীতে। প্রত্যেকের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে।
#WATCH | A large number of devotees gather in Odisha's Puri for the #JagannathRathYatra_2023pic.twitter.com/CzRrc3hZHI
— ANI (@ANI) June 20, 2023