/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানে গুরু নানক দেবের প্রকাশ পর্ব উপলক্ষে তীর্থযাত্রায় গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া ভারতীয় শিখ মহিলা সরবজিৎ কৌরের ঘটনা নতুন মোড় নিয়েছে। জানা গেছে, তিনি পাকিস্তানেই ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন। তাঁর নিকাহনামা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এবং তাতে উর্দু ভাষায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে পাঞ্জাবের কপূরথলার বাসিন্দা সরবজিৎ কৌর ইসলাম গ্রহণের পর নিজের নাম বদলিয়ে রেখেছেন—“নূর”। সেই নথিতেই লেখা রয়েছে পাকিস্তানের শেখুপুরার বাসিন্দা নাসির হুসাইনের সঙ্গে তাঁর বিবাহের কথা।
৪ নভেম্বর ওয়াঘা-অটারি সীমান্ত পেরিয়ে প্রায় ১৯০০ তীর্থযাত্রীর সঙ্গে তিনি পাকিস্তানে প্রবেশ করেছিলেন। দলের উদ্দেশ্য ছিল গুরু নানক দেবের ৫৫৫তম জন্মজয়ন্তী পালন। ১৩ নভেম্বর যখন বাকি যাত্রীরা ভারতে ফিরে আসেন, তখনই দেখা যায় সরবজিৎ ফেরার তালিকায় নেই। এরপর পাকিস্তানি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানান, তিনি নথিপত্র জমা দিয়ে এক্সিট ক্লিয়ারেন্স নিতে আসেননি।
এদিকে ঘটনাটি জানার পর ভারতীয় কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শুরু করেছে। পাকিস্তানের প্রাথমিক রিপোর্টও ইতিমধ্যেই ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারতীয় এজেন্সি এখন সরবজিৎ কৌরের পরিবারের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করছে। কপুরথলার গ্রাম থেকে তাঁর ঠিকানা, পারিবারিক বিবরণ, অতীত সম্পর্কিত তথ্য খোঁজা হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/15/indian-woman-in-pakistan-2025-11-15-12-28-20.png)
৫২ বছরের সরবজিৎ কৌর বহুদিন আগে বিবাহবিচ্ছেদ করেন। তাঁর দুই ছেলে রয়েছে। প্রাক্তন স্বামী করনাইল সিং প্রায় তিন দশক ধরে ইংল্যান্ডে বসবাস করছেন। তাঁর পাসপোর্টে বাবার নাম দেওয়া থাকলেও স্বামীর নাম নেই, যা তদন্তকারীদের কাছে আরও কিছু প্রশ্ন তোলে—ঠিক কীভাবে তিনি পাকিস্তানে গিয়ে নতুন পরিচয়ে নতুন জীবনের সিদ্ধান্ত নিলেন?
ভারতের নিরাপত্তা সংস্থা এবং পররাষ্ট্র দফতর এখন খুব সতর্কভাবে পুরো বিষয়টি অনুসরণ করছে। এটা নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—তা পরিষ্কার হতে এখনও সময় লাগবে। কিন্তু সরবজিৎ কৌর ওরফে নতুন নাম “নূর”-কে নিয়ে জোরদার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দুই দেশেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us