BREAKING: রাজ্যজুড়ে উৎসব পালন করবে পাঞ্জাব ! দেখুন আসল কারণ

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : শ্রী গুরু তেগ বাহাদুরের ৩৫০তম শহীদ দিবসকে কেন্দ্র করে এবার, রাজ্যজুড়ে উৎসব পালন করার প্রস্তুতি শুরু করেছে পাঞ্জাব সরকার। এই বিষয়ে পাঞ্জাবের মন্ত্রী হরপাল সিং চীমা বলেন,''এই বিশেষ উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী আজ একটি বৈঠক করেছেন। আমরা এবারে রাজ্যজুড়ে শ্রী গুরু তেগ বাহাদুরের ৩৫০তম শহীদ দিবস উৎসব পালন করবো।'' এরপর তিনি বলেন,''গুরু তেগ বাহাদুরের আত্মবলিদান ও শিক্ষার গুরুত্ব রাজ্যের সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার উদ্দেশ্যেই এই আয়োজন করছে পাঞ্জাব সরকার।''

mrt