নিজস্ব সংবাদদাতা: পঞ্জাবের ডিজিপি (ল অ্যান্ড অর্ডার) অর্পিত শুক্লা জানিয়েছেন, সীমান্তবর্তী রাজ্য হওয়ার কারণে পঞ্জাব সব সময়ই বড় বিপদের মুখে থাকে। তাঁর কথায়, পঞ্জাবের ঠিক পাশেই শত্রু রাষ্ট্র পাকিস্তান। সেখানকার গোয়েন্দা সংস্থা আইএসআই দীর্ঘদিন ধরেই পঞ্জাব ও ভারতের ভিতরে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। আগেও ড্রোনের মাধ্যমে মাদক পাচার করা হয়েছে। এখন আরও বিপজ্জনক প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে মাদক পাচারকারীদের সঙ্গে বিদেশে থাকা জঙ্গি ও গ্যাংস্টারদের যোগ তৈরি হয়েছে। এর ফলে এখন ড্রোনের মাধ্যমে অস্ত্রও পাঠানো হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/01/punjab-police-2025-12-01-17-39-00.png)
ডিজিপি জানান, সীমান্তের নিরাপত্তায় প্রথম স্তরের দায়িত্বে রয়েছে বিএসএফ। দ্বিতীয় স্তরের প্রতিরক্ষার দায়িত্ব সামলাচ্ছে পঞ্জাব পুলিশ। সীমান্তে কড়া নজরদারি চালাতে পঞ্জাব সরকার পুলিশকে ৪০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থে পুরো সীমান্ত জুড়ে ৬৩৬টি জায়গায় আধুনিক ক্যামেরা বসানো হচ্ছে, পরিকাঠামো উন্নত করা হচ্ছে এবং পুলিশের চলাচলের সুবিধা বাড়ানো হচ্ছে। পাশাপাশি ড্রোন আটকাতে বিশেষ অ্যান্টি ড্রোন প্রযুক্তিও বসানো হচ্ছে, যা বিএসএফের সঙ্গে সমন্বয় রেখে ব্যবহার করা হবে।
ফাজিলকা থেকে পাঠানকোট পর্যন্ত গোটা সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের দাবি, এই ব্যবস্থা কার্যকর হলে অস্ত্র ও মাদক পাচার রোখা সহজ হবে এবং সন্ত্রাসের জাল ভাঙা যাবে।
#WATCH | Chandigarh: On terror modules busted in the state, Punjab DGP Law and Order Arpit Shukla says, "... Punjab, as you know, is a border state, and next door is an enemy country, Pakistan. Pakistan and ISI's constant attempts are to create trouble in Punjab and India, and… pic.twitter.com/WRrNJ3LUwn
— ANI (@ANI) December 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us