New Update
/anm-bengali/media/media_files/6ZDdfR5lghaJf5GUxXKH.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ওয়ারিস পাঞ্জাব দে-র নেতা অমৃতপাল সিং অস্ত্রোপচার করিয়েছেন। ভারতে (India) আসার আগে জর্জিয়া গিয়ে অস্ত্রোপচার করেন অমৃতপাল সিং। ফলে জারনাইল সিং ভিন্ডারওয়ালের মত রূপ নিয়েই অমৃতপাল সিং ভারতে আসেন বলে জানা গিয়েছে। এদিকে অমৃতপাল সিংকে গ্রেফতারির জন্য পাঞ্জাব পুলিশের কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পাঞ্জাব পুলিশের কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। অমৃতপাল সিংকে নিয়ে কোনও ভুয়ো খবরে যাতে রাজ্যের মানুষ বিশ্বাস না করেন, সেবিষয়ে পুলিশের তরফে আর্জি জানানো হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us