কৃষক বিক্ষোভ: এবার শুরু হল রেল অবরোধ!

কৃষক বিক্ষোভের আঁচ এবার পড়ল রেলের উপর।

author-image
Anusmita Bhattacharya
New Update
chakka

নিজস্ব সংবাদদাতা: কৃষকদের আন্দোলন রাস্তা থেকে রেললাইন জ্যাম পর্যন্ত পৌঁছেছে। ভারতীয় কৃষক ইউনিয়ান গতকাল ঘোষণা করে দেয় যে প্রদর্শনকারী কৃষকদের উপর লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেল প্রয়োগের বিরোধিতা করে বৃহস্পতিবার চার ঘণ্টার জন্য পাঞ্জাবের আলাদা-আলাদা রেলওয়ে রুটগুলিতে অবরোধ প্রদর্শন করা হবে। এবার দাবি মতো পাঞ্জাবের রাজপুরা ও আম্বালায় রেলট্র্যাকে বসে পড়েছেন বিক্ষোভকারীরা।

add 4.jpeg

স

স্ব

স