/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে “খুবই ফলপ্রসূ” আলোচনা শেষ করার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। এক বিবৃতিতে তিনি বলেন, এই আলোচনার মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের সম্ভাবনা আরও একধাপ এগিয়ে গেল।
ট্রাম্প বলেন, “আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার ফোনালাপ সদ্য শেষ করেছি। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ছিল। আমি বিশ্বাস করি, মধ্যপ্রাচ্যে আমাদের সাম্প্রতিক সাফল্য এই যুদ্ধ বন্ধের আলোচনায় সহায়তা করবে।”
তিনি আরও জানান, যুদ্ধ-পরবর্তী সময়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। দুই পক্ষ পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী সপ্তাহে উচ্চপর্যায়ের উপদেষ্টাদের মধ্যে বৈঠকে সম্মত হয়েছে।
মার্কিন পক্ষের প্রাথমিক আলোচনার নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলোচনা শেষে ট্রাম্প ও পুতিনের মধ্যে একটি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে, যেখানে যুদ্ধের অবসান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা হবে।
/anm-bengali/media/post_attachments/2a2b2530-1a9.png)
এদিকে, ট্রাম্প আরও বলেন, “আগামীকাল আমি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ওভাল অফিসে বৈঠক করব। সেখানে আমি পুতিনের সঙ্গে আলোচনার বিস্তারিত জানাব এবং আরও নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্প-পুতিন আলোচনা এবং পরবর্তী কূটনৈতিক তৎপরতা যুদ্ধের সমাপ্তির পথে এক গুরুত্বপূর্ণ মোড় হতে পারে, যদিও তা এখনো বহু কৌশলগত চ্যালেঞ্জের মুখে।
US President Donald J Trump says, "I have just concluded my telephone conversation with President Vladimir Putin of Russia, and it was a very productive one... I actually believe that the success in the Middle East will help in our negotiation in attaining an end to the War with… pic.twitter.com/gkdSKVE691
— ANI (@ANI) October 16, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us