'উন্নত গ্রহের জন্য...', শেষ ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

জি ২০-র শেষ দিনের বৈঠক নিয়ে বড় মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

author-image
SWETA MITRA
New Update
modi 3rd.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ রবিবার জি-২০শীর্ষসম্মেলনেরতৃতীয়অধিবেশনশুরুহয়েছে।প্রগতিময়দানেরভারতমন্ডপেএইসভাচলছে। আজ নিজেই সেই খবর টুইটার মারফত জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি লেখেন, ‘একটি উন্নত গ্রহের জন্য জি-২০ শীর্ষ সম্মেলনে ফলপ্রসূ আলোচনা শুরু হল।‘