'উচ্ছৃঙ্খল আচরণ'! কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে শেষ সুযোগ

বর্ষা কালীন অধিবেশনে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে মণিপুর এবং হস্তিনাপুরের মধ্যে কোনও পার্থক্য নেই। নীরব রয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
SWETA MITRA
New Update
adhirrr.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বাদল অধিবেশন চলাকালীন লোকসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। এরই মাঝে বড় সিদ্ধান্তের কথা প্রকাশ্যে উঠে এল। জানা গিয়েছে, এবার লোকসভারবিশেষাধিকারকমিটিকংগ্রেসসাংসদঅধীররঞ্জনচৌধুরীকেতাঁরবিরুদ্ধেঅভিযোগেরজবাবদেওয়ারজন্যকমিটিরসামনেহাজিরহওয়ারসুযোগদেওয়ারসিদ্ধান্তনিয়েছে।কমিটিরপরবর্তীসভারতারিখ৩০আগস্টতাকেকমিটিরসামনেহাজিরহতেবলাহতেপারেবলে খবর। উল্লেখ্য, গত১০আগস্ট 'উচ্ছৃঙ্খলআচরণের' জন্যঅধীর রঞ্জন চৌধুরীকেলোকসভাথেকেসাসপেন্ডকরাহয়।