BREAKING: বাসে লাগল আগুন, ভেতরে যাত্রীরা, তারপর?

জানুন এই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার দুপুরে জয়সলমের থেকে জোধপুর যাওয়ার পথে একটি প্রাইভেট বাস থায়্যাত গ্রামে পৌঁছানোর সময় আগুন ধরে যায়  বলে জানা গেছে।

জয়সলমের-এর অতিরিক্ত পুলিশ সুপার কৈলাশ ধান জানান যে ঘটনায় কয়েকজন হতাহত হয়েছে। সাথে সাথে আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে। প্রতিনিধি বলেছেন, "চলন্ত বাসে আগুন লেগে গেছে। হতাহতের খবর পাওয়া গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে"। প্রাইভেট বাসটি প্রায় দুপুর ৩টার দিকে জয়সালমের থেকে যোধপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। যাত্রাপথে থাইয়াট গ্রামে পৌঁছালে হঠাৎ বাসটির পিছনের অংশ থেকে ধোঁয়া উঠতে শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যেই আগুন পুরো যানবাহনকে ঘিরে ফেলে।

Still from the spot (Photo/ANI)