প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য: “ভারত আজ বিশ্ববন্ধু, সমুদ্র থেকে সীমান্ত—সহযোগিতার প্রতীক ভারতীয় নৌবাহিনী”

মোদির ঘোষণা— ‘মহাসাগর’ সামুদ্রিক ভিশনের মাধ্যমে গ্লোবাল সাউথের অগ্রগতি নিশ্চিত করতে কাজ করছে ভারত।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-20 12.33.18 PM

নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের নৌবাহিনী আজ দেশের প্রতিটি দ্বীপে জাতীয় পতাকা উত্তোলন করছে, যা ভারতের সার্বভৌম গৌরবের প্রতীক। তিনি জানান, ভারত যেমন দ্রুত অগ্রসর হচ্ছে, তেমনি গ্লোবাল সাউথের দেশগুলোকেও উন্নতির পথে এগিয়ে নিতে ভারত দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে ‘মহাসাগর’ (MAHASAGAR) সামুদ্রিক ভিশন নিয়ে দ্রুত কাজ চলছে।

WhatsApp Image 2025-10-20 at 11.39.52

মোদি বলেন, সংকটের সময় আফ্রিকা থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো ভারতকেই “বিশ্ববন্ধু (Vishwabandhu)” হিসেবে দেখে। উদাহরণ হিসেবে তিনি জানান, ২০১৪ সালে মালদ্বীপে জলসংকট দেখা দিলে ভারত ‘অপারেশন নীর’ চালিয়ে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেয়। ২০১৭ সালে শ্রীলঙ্কায় বন্যা দেখা দিলে ভারতই প্রথম দেশ হিসেবে সাহায্যের হাত বাড়িয়েছিল। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় সুনামির পর ভারত তাদের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও সহায়তা প্রদান করে। প্রধানমন্ত্রী বলেন, ভারতের নৌবাহিনী শুধু সুরক্ষার প্রতীক নয়, মানবিক সহযোগিতারও এক অনন্য উদাহরণ।