নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার সংসদে বিশেষ অধিবেশন আয়োজিত হতে চলেছে। এরই মাঝে এল বড় খবর। জানা গিয়েছে, সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিন আজ সকাল ১১টায় লোকসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিকে আজ প্রধানমন্ত্রী সংসদে কী কী বিষয়ের ওপর বক্তব্য পেশ করেন সেদিকে নজর থাকবে সকলের।
Prime Minister Narendra Modi will speak in Lok Sabha today at 11 AM, on the first day of the Special Session of the Parliament.